মোবাইলে RDP অ্যাক্সেস করুন সহজেই – ২ মিনিটে শিখুন



যারা RDP সম্পর্কে একদম নতুন, তারা এই অংশটি মনোযোগ দিয়ে পড়ুন। আর যারা আগে থেকেই জানেন, তারা সরাসরি নিচে গিয়ে মোবাইলে RDP ব্যবহারের নিয়ম দেখে নি


RDP বা Remote Desktop Protocol হলো একটি ভার্চুয়াল ডেস্কটপ, যেটি আপনি দূর থেকে একটি রিমোট সার্ভারের মাধ্যমে ব্যবহার করতে পারেন — ঠিক যেন নিজের ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করছেন। আপনি সাধারণভাবে একটি ডেস্কটপে যেসব সুবিধা পান, যেমন: সফটওয়্যার চালানো, ফাইল ডাউনলোড/আপলোড, ইন্টারনেট ব্রাউজিং — সেসব কিছুই RDP-র মাধ্যমে সম্ভব।

তবে মনে রাখবেন, RDP ভালো কাজের পাশাপাশি খারাপ কাজেও ব্যবহৃত হতে পারে (যেমন: হ্যাকিং, ক্র্যাকিং ইত্যাদি)




📱 মোবাইলে RDP অ্যাক্সেস করার সহজ উপায়


মোবাইলে RDP ব্যবহার করতে হলে প্রথমে একটি অ্যাপ ইন্সটল করতে হবে।


স্টেপ ১: Google Play Store-এ গিয়ে সার্চ করুন-Microsoft Remote Desktop/ Windows App


স্টেপ ২: অ্যাপটি ইন্সটল করুন (পরে স্ক্রিনশটসহ ধাপগুলো দেখানো হবে)।


স্টেপ ৩: আপনার RDP আইপি, ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।


নোট: পরবর্তী অংশে আমরা স্ক্রিনশটসহ দেখাবো কীভাবে লগইন করবেন এবং ব্যবহার করবেন।








2.এপ ইনস্টল শেষে ওপেন করার পর নিচের দিকে PC Connection লেখায় ক্লিক করুন। 






3.PC Name- এ আইপি নাম্বার দিন। যেমন - 38.**.189.9:22
এরপর User Account ক্লিক করুন। 






4.USER NAME - আরডিপি যার থেকে নিবেন ওরা আপনাকে আইপির সাথে User Name & Password দিবে। এগুলো এখানে পেস্ট করুন বা সেইম বসান।Save করুন। 










5.সেভ লেখায় ক্লিক করার পর আরডিপি সেভ হবে। একাধিক থাকলে আইপি দেখে ক্লিক করুন। 




6.ফাস্ট টাইম লগইন করতে গেলে এরকম দেখাবে। যদি চান বারবার সেইম লেখা না আসুক তাহলে বক্সটি পূরণ করে কানেক্ট লেখায় ক্লিক করুন। 





7.কিছুক্ষন লোড নিয়ে আপনার সেই কাঙ্খিত আরডিপি কাজ করার জন্য সম্পূর্ণ প্রস্তুত হবে। 






DONE

Post a Comment

Previous Post Next Post